প্রচ্ছদ

পার্থ সারথী চৌধুরী-এর কবিতা ‘টুনটুনির বাসা’

  |  ১১:৪৮, সেপ্টেম্বর ০৭, ২০২০
www.adarshabarta.com

টুনটুনির বাসা

পার্থ সারথী চৌধুরী

আমার জানালার পাশে ঔষধি রুজন্ট
তার ছোট্ট ঝোপে বাসা বানিয়ে
একজোড়া ধূসরছাই রঙা ছোট্ট টুনটুনি।
ছোট্ট বাসাটি রুজন্ট পাতায়ই বানানো
কোন বেত সুতা তার কিংবা লোহা-পেরেক
কিছু নাই একেবারে সাদাসিধে পাতার
ঠোঙা।
টুনটুনি দু’টি জোড়ায় আসে একটি করে
আসে
আমার লক্ষ্যে খুব একটা আসে না
অলক্ষ্যে আসে নীরবে এবং চুপিসারে
আমিও এখন লক্ষ্যেই অলক্ষ্যে থাকি।
একটু দূরে উঠানের ওপাশে থেকে
শব্দ করে লেবু গাছে বসে ছিই্উ টুনটুন
বুঝি না আমাকে সজাগ না পর্যবেক্ষণ
করে।
টুনটুনির বাসায় ছোট্ট দু’টি ছানা আছে
আমি এক একটা সময় কাজে এবং
অকাজে
জানালার কিনারে যাই পাশে যাই না
তেমনন।
ছানা দু’টি বড় হবে উড়েও যাবে কোন
একদিন
টুনটুনি দু’টি কি তখন আসবে ফাকা ঠোঙা বাসায়!

(লেখক: বালাগঞ্জ সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত)।