প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা ‘রঙিন দিনের স্বপ্ন চোখে’

  |  ১০:৫৬, আগস্ট ২৩, ২০২০
www.adarshabarta.com

রঙিন দিনের স্বপ্ন চোখে

সুফিয়ান আহমদ চৌধুরী

রঙিন পোষাক রঙিন চেহারা
রঙিন বেশে তিনি
একাই সাবাড় করতে চান
সকল কিছু যিনি।

পাশের ঘরে আরাম আয়েশে
দিনটা কাট তার
মিজের সুখের মীবন খুঁজে
সময় যায় যার।

এমন মানুষ রঙিন মানুষ
সমাজে বাস করে
রঙিন দিনের স্বপ্ন চোখে
খুশিতে মন ভরে।

কথায় ফুটে মিঠের ঝুঁড়ি
আসলে ধান্ধাবাজ
ভালোলোকের লেবাসে সে
হিংসুটে এক বাজ।