প্রচ্ছদ

রফিকুল নাজিম-এর কবিতা ‘ভাঙন’

  |  ১৩:০২, আগস্ট ১৯, ২০২০
www.adarshabarta.com

ভাঙন

রফিকুল নাজিম

কীর্তিনাশার উজান জল
পাক খায় ঐ তীরে,
কলসি ঘাটে রাইখ্যা বধূ
কাহারে খুঁজে ফিরে?

ঢেউয়ের তোড়ে ভাঙে কূল
ভাঙে মায়ার পাড়,
শ্যাম বিরহে উজান ব্যথা
মনে ভাঙন কার?

ঘোমটা টানা বধূর চোখে
খাঁ খাঁ করছে রোদ,
সেই পাষাণকে বুকে পেলে
নিবে যে প্রতিশোধ।

মাঝনদীতে চোখটা খুঁজে
সেই মানুষের চোখ,
যে মানুষটা রোজনিশিতে
ডাকতো পেতে বুক!

জল আনিতে জলের ঘাটে
আড়াল মনে ভাবে,
সেই মানুষটা আসলে ফিরে
আপন করে পাবে?

কলসি ভাসে কালো স্রোতে
কলঙ্ক রটিছে গাঁয়,
জল আনিতে গিয়া কইন্যা
জল ফেলিয়া যায়!

(পলাশ, নরসিংদী)।