প্রচ্ছদ

কামরুল ইসলাম বুলবুল-এর কবিতা ‘কথ্য ভাষা’

  |  ০৭:১১, আগস্ট ১৮, ২০২০
www.adarshabarta.com

কথ্য ভাষা

কামরুল ইসলাম বুলবুল

“দু-চারটা ডিগ্রি নিয়েই
উদগ্র পুলকে বুক ফুলে ওঠে!
তাদের! যারা শহুরে নয় আদৌ
নিখাদ গ্রামীণ ছিল তারা।
সেই তারা ডিগ্রির জোরে আজ
ভোলে গেছে আগাগোড়া সব।
চক্ষুলজ্জা থেকে বিবেকবোধ সবি।
আজ সদম্ভে সদর্পে__
বলে ওঠে নিজ অঞ্চলের চলিত ভাষা
এসব ভুল এসব অশুদ্ধ।
কথ্য ভাষা শোনে ধূর্ত হাসি হাসে__
এই আধুনিক নাম শিক্ষিতরা।
বাপ দাদাদের, মা চাচিদের কথা শোনে
হাসে তাচ্ছিল্যের হাসি।যেন মহাভুলে_
নিমজ্জিত তাদের পূর্বপুরুষ!
তাদের অনাগত শিশুদের এরা শেখাবে
নুনের বদলে লবন
ভাতের বদলে অন্ন!
ভুঁইফোড় এরাই শুদ্ধতার সিদ্ধপুরুষ!
তাদের লালিত ধারণায় বেশ প্রসন্ন।

কামরুল ইসলাম বুলবুল
গোয়ালজুর, কানাইঘাট, সিলেট।