প্রচ্ছদ

সৈয়দ খিজির হায়াত-এর কবিতা ‘অর্ঘ্য হৃদ কমল’

  |  ১৪:৪০, আগস্ট ১৩, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

অর্ঘ্য হৃদ কমল

সৈয়দ খিজির হায়াত

Manual1 Ad Code

শোকের ওঁমে গলছে বরফ
ঝরছে বাদল অবিরল।
তেপান্তরের মাঠ পেরিয়ে
পথ ঘাট হাট ছাড়িয়ে
ভাসছে চোখের তল।
গন্ড বেয়ে
বুক গড়িয়ে
ফোটায় ফোটায় কান্না ঝরে।
সূর্যটা আজ
মেঘের আড়ে
মুখ লুকিয়ে শোকের ভারে,
কুঠী বাড়ী,চোখে পদ্মার জল।
পাখীরা সব নিরব কুলায়
বন্ধ কোলাহল
দূখী বাতাস পাতা নাড়ায়
করছে না ঝলমল।
প্রয়ান দিনে তোমায় আজি
ফুলে ফুলে সাজায়ে সাজি
অর্ঘ্য হৃদ কমল।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code