সৈয়দ খিজির হায়াত-এর কবিতা ‘অর্ঘ্য হৃদ কমল’
  প্রকাশিত হয়েছে    |  ১৪:৪০, আগস্ট ১৩, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    অর্ঘ্য হৃদ কমল
সৈয়দ খিজির হায়াত
শোকের ওঁমে গলছে বরফ
ঝরছে বাদল অবিরল।
তেপান্তরের মাঠ পেরিয়ে
পথ ঘাট হাট ছাড়িয়ে
ভাসছে চোখের তল।
গন্ড বেয়ে
বুক গড়িয়ে
ফোটায় ফোটায় কান্না ঝরে।
সূর্যটা আজ
মেঘের আড়ে
মুখ লুকিয়ে শোকের ভারে,
কুঠী  বাড়ী,চোখে পদ্মার জল।
পাখীরা সব নিরব কুলায়
বন্ধ কোলাহল
দূখী বাতাস পাতা নাড়ায়
করছে না ঝলমল।
প্রয়ান দিনে তোমায় আজি
ফুলে ফুলে  সাজায়ে সাজি
অর্ঘ্য হৃদ কমল।

 
										