প্রচ্ছদ

সাইফুর রহমান কায়েস-এর কবিতা

  |  ১৭:৪২, এপ্রিল ২৬, ২০২০
www.adarshabarta.com

এ তুমি কেমন তুমি, নিদ্রাহর

সাইফুর রহমান কায়েস

তুমি এমন সুন্দর যে আয়নায় নিজেকে দেখো না কোনোদিন।
আয়নাই রূপে তোমার মগ্ধ”য়ে দেখে তোমায় প্রতিদিন।
আয়নারা মিথ্যে বলতে পারে ভেবে তুমি আয়নাকেই এড়িয়ে যাও; কিন্তু এই পৃথিবীতে আয়নাই কোনোদিন মিথ্যে বলে না। তোমার তোলা নিজস্বীতে চোখ রাখি প্রতিদিন। মনে হয় ইদানিং রাত জাগছো বেশি। রাত জাগার ক্লান্তি আমি দেখি তোমার চোখের কাজলে, মায়ার আদলে। একটু আধটু কান্নাও পায়। তোমার কান্না দেখে আমিও কিংকর্তব্যবিমূঢ় হয়ে থাকি। আমার বোধ লুপ্ত হতে থাকে। প্রেম জাগতে থাকে। যদিও তুমি বলো প্রেমে পড়বার বয়স এটা নয়। কিন্তু আমি বলি আমার যে এখনো সেরোটোনিন নিঃসৃত হয়। প্রেমে পড়ার কোনো বয়োসীমা নেই। কাটাতারের বেড়াও আমি ডিঙ্গাতে পারি প্রেমের জন্য। তোমাকে দেখতে পেলে জীবনানন্দ দাশ আবার নতুন করে তার বনলতা সেন কবিতাটি সাজাতেন। তুমি এমন যে বয়সের ব্যবধান ভুলিয়ে রাখো।এমন নিদ্রাহর কেনো? তোমার প্রেমে আমি জাতিষ্মর হবো এবার।