প্রচ্ছদ

রাজলক্ষ্মী মৌসুমী-এর কবিতা ” শ্রাবণ তোমায় সম্ভাষণ “

  |  ০৯:৫৫, জুলাই ১৬, ২০২০
www.adarshabarta.com

” শ্রাবণ তোমায় সম্ভাষণ ”

> রাজলক্ষ্মী মৌসুমী

> শ্রাবণ তুমি এলে মেঘমালার ডানা মেলে।
> তুমি যখন এলে দেখেছি আমি কালিমা মাখা তোমার অবয়ব,– –কী যেনো সুপ্ত বেদনার আভাস তোমার বদনে।
> শ্রাবণ তোমার অবিরত বর্ষণে সব কালিমা, দুঃখ বিপর্যয় বিলীন করে দাও।
> ঘুচে যাক সব বেদনাভরা রোদন।
> শ্রাবণ, কত দেখেছি আগে তোমার বারিধারার স্পর্শে কদম ফুলের ঘ্রাণে বিমোহিত কদমকানন।
> প্রেমের বাঁশীর সুর লহরীতে মনোকুঞ্জে আবেগে উদাস হয়ে যেতো মনোপ্রাণ।
> রাধা কৃষ্ণের প্রেম কুঞ্জ আলোর দীপ্ততায় কদম কানন মুখরিত হতো।
> শ্রাবণের বারিধারায় প্রাণকাড়া অনুভূতি হৃদয়ে জেগে উঠতো শিহরণ।
> তবুও জানাই তোমায় আগমনের সম্ভাষণ।
> শ্রাবণ তুমি আছো আমার নয়নের কোণে,চিন্তায় মননে।
> হঠাৎ বিজলি চমকায় তোমার মেঘমালার গায়ে, —–ওমনি——-
> আমার স্বপ্নীল আবেগগুলো কোথায় হারিয়ে গেলো।
> অন্ধকার অমানিশায় পৃথিবী ছেয়ে গেছে।
> তাই বুঝি তুমি ভোরের সূর্যকে মলিনতায় ঢেকে রেখেছো আপন আঁচলে।
> শ্রাবণ তোমার গতানুগতিক ঝর্ণাধারার আলিঙ্গনের পরশ কী ভোলা যায় বলো?
> শ্রাবণ তোমার আগমনে নদী,নালা পুকুর, খালবিল ভরা যৌবনে পরিপূর্ণ হয়ে উঠেছে।
> কিন্তু কী যে হলো দিশেহারা আমরা
> ভীত মনে স্বচক্ষে দেখে যাই লাশের ষাত্রা।
> শ্রাবণ তোমার বুকে বুক মিলিয়ে সাঁতরে
> হৃদয়ঙ্গম করা হলো না আমার৷৷৷ তারপর
> ডানপিটে ছেলেদের কচুরিপনার ফাঁকে লুকিয়ে থাকা
> মাছগুলোর সাথে লুকোচুরি খেলা
> হলোনা এবার আর।।
> ঘন বরষায় টিপ টিপ বৃষ্টি ঝরে পরে সবুজ পাতায়।
> এমনি করেই তোমারি ভালোবাসার পরাগ মাখি অতি পরম সোহাগে আমার গায়।
> বৃষ্টির রিম ঝিম শব্দ ঝংকৃত হয় সারাবেলা টিনের চালে।।
> আমার হৃদয় নাচে অহর্ণিশ বৃষ্টির তালে তালে।
> শ্রাবণ তুমি এলে তাই আমি কেবলি কান পেতে শুনি অগোচরে ।
> পুকুরের পদ্ম পাতায় তোমার আপ্লুত মহামিলনের স্বর্গীয় ধামের রিনিঝিনি নিক্কণ আর——-
> তোমার খরস্রোতা নদীর উচ্ছ্বলিত কলকল ঢেউ
> গুলোকে আমি মর্মে মর্মে উপলদ্ধি করি।
> শ্রাবণ আমি ব্যাকুল তোমারি জন্যে, তাইতো অকৃত্রিম ভালোবাসা আমার পথের দিশা হারায় কোন এক গোপন আশাতে।
> কিসের নেশায় বারিধারার মেঘমালার বুকে তোমায় বার বার আবিষ্কার করি।
> শ্রাবণ তুমি এভাবেই আমার জীবনে এসো চির সঞ্জীবনী হয়ে।এমনি করেই ———-
> শ্রাবণের ঝর ঝর বরিষণে পাখীরাও আদরে, সোহাগে, জলকেলিতে মত্ত হয়ে বৃষ্টিস্নাত করে অবিরত।
> আকণ্ঠ ভালোবাসায় ডানা মেলে নেচে বেড়ায় সারাবেলা।।