প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া

  |  ১৬:০১, জুন ১৫, ২০২০
www.adarshabarta.com

পড়ছে মনে পড়ছে আজ

সুফিয়ান আহমদ চৌধুরী

সোনার সিলেট সোনার ছেলে
নামটা সবাই জানে,
বদর উদ্দিন কামরান তো
মাটির মায়ায় টানে।

করোনা রোগ কাড়লো প্রাণ
শোকটা আঘাত আনে,
শোক সংবাদে মনটা নাড়ে
শোকের দুখের বানে।

চাঁদের হাটে সোনালি দিন
কেমন সুখে যায়,
সেদিন কথা পড়ছে মনে
কী করে ভোলা যায়।

অনেক স্মৃতি পড়ছে মনে
হাসির মুখ ভাসে,
মনেতে ভীড় করছে স্মৃতি
করোনা হাসি নাশে।

কাঁদছে সিলেট কাঁদছে মায়ায়
শোকের নামে ছায়া,
পড়ছে মনে পড়ছে আজ
পড়ছে মনে মায়া।

(নিউ ইয়র্ক, আমেরিকা)।