প্রচ্ছদ

রাজলক্ষ্মী মৌসুমী-এর কবিতা

  |  ১৭:৫৫, জুন ০৬, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

হৃদয়ের আলাপন

রাজলক্ষ্মী মৌসুমী

Manual2 Ad Code

ঝড়ের এলোমেলো হাওয়ায় অবচেতন মন মন্দিরে কত কিছুই আনাগোনা করে সারাক্ষণ।
সারাদিন ঝড়ো হাওয়ায় গাটা কাঁপুনি দিয়ে উঠলো।
তোমার সোহাগের অতীত, আমায় নিবিড় আলিঙ্গনে আমি বর্তমানের দরজায় হোচট খেলাম। প্রহরে প্রহরে কালু কাকার গলার স্বর শুনতে পাই।
শোন আমার মা ঝিরা তোমরা ভয় পেওনা। সবাই ঘরের আলো জ্বালিয়ে রাখো।
অঝোরে বৃষ্টির তালে তালে উচ্চ স্বরে সবাইকে জানান দিলো।ভীরু ভীরু চিত্তে ভৌতিক রজনীর সমাপ্তি ঘঠলো।
জানালায় হেলান দিয়ে উঁকি দিলাম ঝড়োবৃষ্টি স্নাত সূর্যকে আমন্ত্রণ জানাতে চাইলাম।
আবার তোমার সোনালী রোদের ঝিকিমিকিতে আমার প্রাণে সঞ্চার হোক এক অলৌকিক হৃদয়ের টান।
অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছি সিক্ত সবুজ পাতাগুলো সজীবতায় আন্দোলিত হয়ে
ভালোবাসার স্নিগ্ধতায় গাছে গাছে স্পন্দন ধ্বনিতে নেচে চলেছে।
আমার মনটাকে রাঙ্গিয়ে তুললো এই স্বর্গীয় বাহুডোর।
আমি যখন সবুজ গাছের ধ্যানে মগ্ন, ঠিক তখনি সবুজ পাতার আড়ালে দেখি যুগল পাখীর প্রেমের অভিসার।
যুগলপ্রেমের মুক্ত ডানায় আলিঙ্গনাবদ্ধ।
সবুজ পাতার খচর মোচর শব্দে
আমি যেনো বিমোহিত হয়ে গেলাম।
কী দারুণ পরশ ভালোবাসার প্রগাঢ়তা।
মানুষ আর প্রাণীর সব ভালোবাসাই যেনো একি রকম।
প্রাণের ভেলা যেনো ভাসিয়ে নিয়ে যায় যুগল পাখীর প্রেম ডোর।
সারারাত ঝড়ো বৃষ্টিও যেনো তাদের বিচ্ছেদ ঘটাতে পারেনি।
মনে হয় যেনো লাজ,নম্র,ভয়ে পাতার আড়ালে তাদের কথোপকথন।
যদিবা কেউ তাদের দেখে ফেলে?
ঠোঁটে ঠোঁট রেখে প্রেমের আধার যেনো মুখে পুরে দিচ্ছিল একজন আরেক জনকে।
এ যে কী এক অপরুপ দৃশ্য!
আমি আবারও যেনো শিহরিত হলাম।
ক্ষণে ক্ষণে বড় সাধ জাগে আমি ফিরে যেতে চাই আবার——–এই যুগল পাখীর প্রেমের মনোরথে।।
সেখানে শুধু তুমি আর আমি।।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code