প্রচ্ছদ

কাজী শাহেদ বিন জাফর-এর কবিতা

  |  ১৮:১০, জুন ০৪, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

বর্ণ ভেদ

কাজী শাহেদ বিন জাফর

কালো বলে কেন ধিক
ধলোকেই বলি
স্বর্ণটা দামী হয়
কয়লাতে জ্বলি।

Manual2 Ad Code

কালো ধলো সৃজে কে
বলো কার দোষ
সৃষ্টির ধারাপাতে
ওরাও মানুষ।

Manual7 Ad Code

কালোতে পাবে তুমি
ধলোতে যা আছে
অজতা প্রভেদ কেন
খুঁজ তার কাছে।

বিবর্ণ বলে তাই
কেন ঠেলো ভাই
মানুষতো খোদার দান
ভেদা-ভেদ নাই।

Manual1 Ad Code

নিশির আকাশে দেখ
তারাদের খেলা
ঝিঁঝিঁরা বাজায় বীন
জোনাকির মেলা।

Manual1 Ad Code

জীবনে পরম সূখ
কালোতেই চলে
সাধনে বজন শিখায়
আলোরাই বলে।

Manual1 Ad Code
Manual4 Ad Code