প্রচ্ছদ

অকেয়া হক জেবু-এর কবিতা “একুশ”

  |  ১৯:৫৩, ফেব্রুয়ারি ২০, ২০২১
www.adarshabarta.com

Manual7 Ad Code

একুশ

Manual3 Ad Code

অকেয়া হক জেবু

Manual2 Ad Code

একুশ আমায় এনে দিল
বাংলা মায়ের ভাষা,
পূরণ হল বাঙ্গালী জাতীর
অনেক দিনের আশা।
একুশ আমায় এনে দিল
ত্যাগের অনেক ফল,
একুশ মোদের দিয়েছে-
মনে অনেক বল।
একুশ আমায় কাঁদতে শেখায়,
হাসতে শেখায় মোদের
বাঙ্গালীরা ভুলবেনা কোনদিন,
ভাষা আন্দোলনের বীরদের।
একুশ আমায় এনে দিল-
অ,আ,ক,খ মেলা,
একুশ আমায় শিখিয়েছে
যুদ্ধ জয়ের খেলা।
একুশ আমায় এনে দিল-
মায়ের ভাষার মান,
দেব মোরা সবাই মিলে
মায়ের ভাষার সম্মান।

Manual1 Ad Code
Manual5 Ad Code