প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “বসন্তের প্রেম যায় ছুঁয়ে”

  |  ১৫:২৩, ফেব্রুয়ারি ১৪, ২০২১
www.adarshabarta.com

বসন্তের প্রেম যায় ছুঁয়ে

সুফিয়ান আহমদ চৌধুরী

বসন্তের রঙে রঙে রঙ লাগে আহা
ফাগুনের হাওয়া আনন্দে কী যে
লাল পলাশ শিমুলের বনে বয় মেলা
ভালোবাসা জোয়ার তুলে মনে রঙে

নূপুর বাজে ঝংকারের ছন্দ তালে
ঝুমুরঝুমুর শব্দ নাচন বাজে সুখে
চারদিকে ঝলোমলো আলো চকচকে
স্বপ্ন সুখে উল্লাসে উজালা রঙিন কত

প্রাণে প্রাণে ডাকে বান বাঁধভাঙ্গা কি
চাঁদ হাসে, সূর্য হাসে,হাসে মিষ্টি – রাঙা
বসন্তের রঙে রঙে, মুখে মুখে হাসি চাঙা
সকল দুঃখ কষ্ট ভয় ভুলে মহা মিলনে

বসন্তে হয় মন মাতাল,ছুঁয়ে যায় প্রেমে
সকলের প্রাণে প্রাণে সুখ -খুশি বয়
আজ এই দিনে দ্বারে এলো ঘুরে -ফিরে
বসন্তের রাঙা দিন , প্রেমের দিন নীড়ে।