প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা

  |  ১৬:৩৩, জুন ০১, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

যাচছ রসাতলে

মিজানুর রহমান মিজান

দুর্বল পেয়ে মারে বন্ধু সুবলে

সহ্য করে দুরে গেলে

Manual1 Ad Code

তাও ডাকে কাছে, হিংসায়
জ্বলে।।

কত জ্বালা সইরে বন্ধু তর দেয়া
অনলে

আকাশ-বাতাস, পশু-পাখি ভাবে
নিরলে

নথি দেখে চমকে উঠে মোমের
মত গলে।।

তোর কেন জ্বলেরে বন্ধু তোর
কেন জ্বলে

আকাশের ও বারি ঝরে ঝুমঝুমা
তালে

Manual6 Ad Code

সুবিচার কি হবে নারে ভাব
নিরলে।।

মরন কথা হয় না স্মরন

অমরতো নয়রে সুবল অভাজন

Manual4 Ad Code

প্রতারণা, ছলনাতে মজে জীবন
নৌকা ভাসালে।।

মরিবে মরিবেরে অমরত্ব নাই এ
ভুবনে

তোর মত ভাবে না অন্য যে জনে

আসা যাবার খেলা চলছে
ভুমন্ডলে।।

মানুষ রুপে আগমণ তোর কাজে
পশুত্ব

Manual5 Ad Code

প্রমাণ রাখলে শক্তির যত্রতত্র

পিছনে তাকিয়ে দেখ যাচছ
রসাতলে।।

Manual1 Ad Code
Manual2 Ad Code