প্রচ্ছদ

কানাইঘাট এসোসিয়েশন ইউকে’র ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত

  |  ১৩:১৫, সেপ্টেম্বর ০৪, ২০২৫
www.adarshabarta.com

Manual4 Ad Code

রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, কানাইঘাট এসোসিয়েশন ইউকে’র SGM ও ফ্যামিলি গ্যাদারিং ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আনিসুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানটি সহ-সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে হারুন রশিদ, ফারুক আহমেদ চৌধুরী এবং জাকির হোসেন মিল্লাত।

প্রথম পর্বের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিনহাজ রাহমান এবং হামদ পরিবেশন করেন জুহাইর হামদাল্লাহ।

প্রায় পাঁচ শতাধিক প্রবাসী কানাইঘাটি যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।

 

সংগঠনের কোষাধ্যক্ষ ইমাদ উদ্দিন রানা নব গঠিত শিক্ষা ট্রাষ্ট ফান্ডের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং যারা অর্থ ও শ্রম দিয়ে এ সংগঠনের সকল কার্যক্রম সফল করতে অবদান রেখেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষা সম্পাদক জনাব মহবুবুর রহমান শামীম নব গঠিত Education Trust Fund (ETF) প্রকল্পের পরিকল্পনা ও কাঠামো বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি জানান, এ ফান্ডের মাধ্যমে কানাইঘাটের মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মানন্নোয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। তিনি যে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন, তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Manual4 Ad Code

দ্বিতীয় পর্ব শুরু হয় মধ্যাহ্নভোজের পরে। এতে কোরআন তেলাওয়াত করেন মুসতানসার আহমদ। সভাপতি জনাব আনিসুল হক ও সেক্রেটারি জনাব আহমেদ ইকবাল চৌধুরীর স্বাগতিক বক্তব্যের পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।এপর্বের মুল আকর্ষণ ছিল এ বছর ইউকেতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের (জিসিএসই, এ লেভেল ও বিশ্ববিদ্যালয় স্নাতক) পুরস্কৃত করা এবং কৃতিত্বের স্বীকৃতি দেয়া। এছাড়া গত দুই মাসে আয়োজিত ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র জনাব লুতফুর রহমান। তিনি এ ফ‍্যামেলী গ্যাদারিংয়ে যুবসমাজের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, “আজকের যুবকরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”তিনি আরও উল্লেখ করেন, কানাইঘাটের মানুষ ইসলামের আলো ছড়িয়ে দিতে দেশ-বিদেশে মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কোরআনের শিক্ষার প্রচারে বিশাল ভূমিকা রেখেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাটের কৃতি সন্তান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ জুবায়ের, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অ্যাসপায়ার পার্টির কোষাধ্যক্ষ আবদুল্লাহ মোহাম্মদ তারেক। তারা উভয়েই সংগঠনকে এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

Manual7 Ad Code

Motivational বক্তা হিসেবে সলিসিটর ফাহিমুল কাদের ও নারীদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাওয়াতুল ইসলাম ইউকে এবং আয়ারের সম্মানিত মজলিসে শূরা সদস্য সাজেদা আহমেদ। তিনি অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, ‘একটি সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য নারীদের কেবল অংশগ্রহণ নয়, নেতৃত্বেও এগিয়ে আসতে হবে।’পুরো অনুষ্ঠানজুড়ে নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন।

অনুষ্ঠানের এই পর্বে হাফিজ মাহফুজুর রহমান একটি মনোমুগ্ধকর দেশাত্মবোধক গান পরিবেশন করেন এবং জাকি ইবনে মাসউদ আহমেদ একটি নাশিদ পরিবেশন করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরিয়া কাউন্সিল ব্রিটেনের চেয়ারম্যান, এসোসিয়েশনের উপদেষ্টা হাফিজ মাওলানা আবু সাইদ, এসোসিয়েশনের উপদেষ্টা যথাক্রমে ব্যারিস্টার কুতুব উদ্দিন আহমেদ শিকদার (এমবিই), মাওলানা রফিক আহমেদ রফিক, ইস্ট লন্ডনের মসজিদের ইমাম হাফিজ আবুল হোসেন খান, জনাব মোহাম্মদ ইজ্জত উল্লাহ, জনাব সাব্বির আহমেদ চৌধুরী, জনাব বশিরুল ইসলাম, জনাব নাজিরুল ইসলাম প্রমুখ। অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর, কানাইঘাট মহিলা কলেজ ও বুলবুল একাডেমি কানাইঘাটের প্রতিষ্ঠাতা জনাব খালেকুজ্জামান বুলবুল, প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মতিন চৌধুরী, আসাদ আহমদ চৌধুরী, মুসলিম কাউন্সিল অব বৃটেনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জনাব মাসউদ আহমেদ, ব‍্যবসায়ী ফারুক জামান, কমিউনিটি ব‍্যক্তিত্ব আফসর আহমদ চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ফ্যামিলি গ্যাদারিংয়ে অংশগ্রহণকারীরা এমন সফল আয়োজনের জন্য সংগঠনের দায়িত্বশীলদের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে সভাপতি জনাব আনিসুল হক সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, “সবার অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার কারণে এ অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।”

Manual1 Ad Code
Manual6 Ad Code