প্রচ্ছদ

জাস্টিস ফর রোহিঙ্গা ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

  |  ০৯:৩৩, মে ১৭, ২০২২
www.adarshabarta.com

বার্মিজ জেনারেলদের বিরুদ্ধে আর্জেন্টিনার ফেডারেল কোর্টে দায়েরকৃত মামলায় সকলের সহযোগিতা কামনা

গতকাল ১৬ই মে জাস্টিস ফর রোহিঙ্গা ইউকের কার্যকরী কমিটির এক জরুরী সভা পূর্ব লণ্ডনের কমার্সিয়েল রোডস্থ এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত হয় ।শায়েখ এ কে মওদুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ও আর্জেন্টিনার আদালতে বার্মিজ খুনী জেনারেল ও সূচী সহ ৩৮ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার অগ্রগতি নিয়ে আলোচনা হয় ।আলোচনায় অংশ নেন বার্মিজ রোহিঙ্গাদের নেতা টুন খিন গাফ্ফার ,ড: শায়েখ রামজী ,মি: মারটিন ,কে এম আবুতাহের চৌধুরী ,জহির হোসেন ,গোলাম কাদের চৌধুরী শামীম প্রমুখ ।
সভায় বলা হয় যে -আর্জেন্টিনার ফেডারেল কোর্টে দায়েরকৃত মামলার শুনানী চলছে ।ইতিমধ্যেই অনেকের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে ।আগামীতে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে ৬জন ভিকটিম মহিলা এসে গণ ধর্ষনের স্বাক্ষ্য প্রদান করবেন ।আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হবে ।তাদের ১৪০টি দেশে নিষিদ্ধ করা হবে ।তাই এই মামলায় সকলের সহযোগিতার লক্ষ্যে আগামী ৬ই জুন আরেকটি সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।