প্রচ্ছদ

কানাইঘাট এসোসিয়েশন ইউকের ইসি ও এসি মিটিং অনুষ্টিত

  |  ১৮:৩৬, জুলাই ২২, ২০২১
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা রিপোর্ট : 

Manual4 Ad Code

ব্রিটেনে বসবাসরত কানাইঘাটবাসীর গর্বের সংগঠন কানাইঘাট এসোসিয়েশন ইউকের ইসি এসি মিটিং গত রোববার পূর্বলন্ডনের বো মুসলিম কালচারাল সেন্টারে অনুষ্টিত হয়

সংগঠনের চেয়ারপার্সন জনাব নাজিরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মখলিছুররহমানের পরিচালনায় অনুষ্টিত মিটিংয়ে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা আবুল হাসনাত চৌধুরী

করোনা মহামারীর জন্য প্রায় দেড় বছর পর অনুষ্টিত দীর্ঘ এই মিটিংয়ে চেয়ারপার্সন জনাব নাজিরুল ইসলামের স্বাগতিক বক্তব্যের পর সকলের অংশগ্রহণে এজেন্ডা বিষয়ক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গৃহীত হয় । সুহার্দ্যপূর্ণ পরিবেশে সভায় আগামী ২৯ আগস্ট ২০২১ রোজ রবিবার সংগঠনের BGM এবং ইলেকশনের তারিখ নির্ধারণ করা হয়

সভায় আগামী ২২ শে আগস্ট ডে ট্রিপের জন্য তারিখ নির্ধারণ করা হয় এবং সাথে সাথে ইসি এসি মিটিং সম্মাদনের জন্য সিদ্বান্ত গৃহীত হয়এই ডে ট্রিপ লন্ডনের বাহিরে কোথায় যাওয়া হবেএবং ইসি এসি কমিটির বাহির থেকে যে কেহ অংশ নিতে পারবেন বলে সিদ্বান্ত গৃহীত হয় । এই ডে ট্রিপ আয়োজনের জন্য একটি উপকমিটি গঠন করা হয়

সভায় BGM উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশের সিদ্বান্ত গৃহীত হয় এবং এই কার্যক্রমের জন্য একটি উপকমিটি গঠন করা হয়

Manual4 Ad Code

সভায় পর্যবেক্ষক হিসাবে অংশগ্রহণ করেন জনাব ইউসুফ আহমদ , জনাব দেলওয়ার হুসেন সেলিম এবং জনাব ফজলে এলাহী ।ব্যস্ততার জন্য অনেকে মিটিংয়ের অংশগ্রহণ করে  ও শেষপর্যন্ত থাকতে  পারেন নি ।সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী  জনাব বশিরুল ইসলাম কে এডভাইসারি বোর্ডের সদস্য মনোনীত করা হয়

 

Manual4 Ad Code

নিকট অতীতে পরলোকগত দেশ বিদেশের অনেক পরিচিত জনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয় । দোয়া পরিচালনা করেন মাওলানা রফিক আহমেদ

রাতের খাবারের মাধ্যমে সভার সমাপ্তি হয় । চেয়ারপার্সন জনাব নাজিরুল ইসলাম , সহসভাপতি জনাব আনিসুল হক , সাংগঠনিক সম্মাদক ফারুক আহমেদ চৌধুরী এবং আপ্যায়ণ সম্মাদক জনাব সালিক আহমেদের সৌজন্যে মজাদার খাবার সকলে উপভোগ করেন ।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code
Manual8 Ad Code