প্রচ্ছদ

কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালেন এক ব্যাক্তি

  |  ০১:৩৮, এপ্রিল ৩০, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

কানাইঘাট (সিলেট) :

Manual2 Ad Code

সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
নিহতের নাম এবাদুর রহমান (৪৫)। তিনি সইফুল্লাহর ছেলে। এ ঘটনায় আরোও কয়েক জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ছত্রপুর গ্রামের এবাদ উদ্দীনের পক্ষ এবং একই গ্রামের কামাল আহমদ পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে। চলমান বিরোধের কারণে বর্তমানে মামলা মোকদ্দমা চলছে। এরই মধ্যে বুধবার (২৯ এপ্রিল ) তারাবীর নামাজের পর কামাল আহমদ ও এবাদুর রহমান পক্ষের লোকজনের মধ্যে মসজিদের বাইরে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়।

এক পর্যায়ে কামাল আহমদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এবাদের বাড়িতে হামলা চালায়। এতে এবাদ ও তার ভাই মইন সহ আরোও কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় এবাদূর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন ।

Manual5 Ad Code

খবর পেয়ে দ্রুত কানাইঘাট পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এই হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code