প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা ‘অহংকার পতনের মুল’

  |  ১০:২৭, সেপ্টেম্বর ২৮, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

অহংকার পতনের মুল

মিজানুর রহমান মিজান

বুঝে না বুঝে নারে ভাই কথার মর্মার্থ

বুঝে বুঝে বুঝেরে ভাই সে-ই যথার্থ।।

বুঝে নাতো গাধা, খায় পানি মিশিয়ে কাদা

রসবিহীন যেমন আদা, ফল অনর্থ।

Manual3 Ad Code

যৌবনে বাহাদুর, রুপের ঝলক সুর

শক্তি কিছুদুর, ক্ষমতা অচিনপুর

সময়ান্তে নেই কোন অর্থ।।

জোয়ার এল, ভাটা হল

Manual2 Ad Code

ক্ষমতার দাপট গেল, কদ‌র্যতা র’ল

Manual8 Ad Code

অবশেষ ফলাফল নেই সতীর্থ।।

অহংকার পতনের মুল

ভেবে দেখ নহে ভুল

ঝরে পড়ে বাসি ফুল

বিষন্নতায় করে কান্না মর্ত্য।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code