প্রচ্ছদ

মকবুল হোসেন তালুকদার-এর কবিতা ‘শোক দিবসে আমার দাবী’

  |  ১৮:১৭, আগস্ট ১৪, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

শোক দিবসে আমার দাবী

Manual3 Ad Code

মকবুল হোসেন তালুকদার

Manual3 Ad Code

আমার দাবী!
বিশ্ব বিবেকের কাছে
আমার দাবী!
বিশ্ব মানবতার কাছে
আমার দাবী!
বিশ্ব সংস্হার কাছে
আমার দাবী!
মহানান্য আদালতের কাছে!
ফিরিয়ে দাও!
আমার আদর্শিক পিতাকে!
আমার দেশপ্রেম!
জয়বাংলার গায়ককে!
আমার সোনার বাংলার স্বপ্ন দ্রষ্টাকে!
এনে দাও!
আমার পতাকার চিএকরকে!
ফিরিয়ে দাও!
বাঙালী জাতির মহান স্হপতি!
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,বিশ্ববন্ধু
বাঙালী জাতির পিতা বংগবন্ধু মুজিবকে!
জাতীয় শোক দিবসে
এটাই আমার প্রানের দাবী!

Manual3 Ad Code

লেখক: যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ
তারিখ: ১৫ আগষ্ট’২০২০

Manual1 Ad Code
Manual8 Ad Code