প্রচ্ছদ

রাজলক্ষ্মী মৌসুমী-এর কবিতা

  |  ০৯:৩১, এপ্রিল ২৫, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

এক মুঠো স্বপ্ন

Manual3 Ad Code

রাজলক্ষ্মী মৌসুমী

রংমহল পৃথিবীর বুকে কতনা স্বপ্ন মনের আঙ্গিনায়।
রোপন করেছি কত ভালোবাসা কত রঙ্গিন আশা।
হৃদয়ের স্বপ্ন হৃদয়েই রেখেছি অতি আপন করে।
একমুঠো অহংকারের মোহ আমায় বিচলিত করে প্রতিনিয়ত।
মনের আকাশে ঘুণপোকা ধরেছে..,
একটু একটু করে বাসা বেঁধেছে , তাইতো ডুকরে কেঁদে মরি।
কেনো এই বিষন্নতা জানিনা।
সুপ্ত আবেগ গুলোকে ভাসিয়েছি
ঝর্ণাধারায়।
যদি এমন হতো কালিমাগুলো
ধুয়ে মুছে যেতো।
আমি রঙ্গীন স্বপ্নগুলোকে ধরে রেখেছি খুব ষত্ন করে।
স্বপ্নের ঝুড়িটা কাউকে দেবোনা
তিল পরিমানও না।
শুধুই আমার একার ভূবন।
প্রজাপতির পাখায় ভর করে ফুলের রেণু আহরণ করতে বড় ইচ্ছে করে।
বিটপীলতায় ভালোবাসার ঘ্রাণ গায়ে মেখে মোহিত হতে মন চায়।
মায়ের আঁচলের সুবাস নিঃশ্বাসে নিঃশ্বাসে ঘ্রাণ নিয়ে বিমোহিত হই। তবুও যেনো করুণ রাগিণী বেজে ওঠে হৃদয় কোণে।
ঘর আমার আনন্দ আশ্রম, ঘর যে আমার পরমআত্মা।
তুমি জানো না হৃদয়ের মণিকোঠায় তুমি মণিদীপা।
তোমার আলোর মাঝেই
আমার পৃথিবী।
তুমি আমার পশ্চিমের
সূর্য ডোবার মূহুর্তের ক্ষণ।
ভরা যৌবনের মাঝির বৈঠার
নদীর বুকে কলকল শব্দ তুমি। তুমি আমার পূর্ণিমার ঝলমলে
চাঁদের আলো।
তোমার উদাসীনতাই আমার আনন্দ।
তোমার হৃদয়ের স্পন্দন আমার অক্সিজেন ।
এখন খুবেই প্রয়োজন এই অক্সিজেন ।
তুমি যদি চাও আমি ও দেবো তোমায়, নেবে তুমি?

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code