প্রচ্ছদ

মোহাম্মদ জায়েদ আলী-এর ছড়া

  |  ১৮:৩৪, জুন ০৫, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

করোনা ভাইরাস

Manual3 Ad Code

মোহাম্মদ জায়েদ আলী

সারা বিশ্বে একটি রোগে
মানুষ শুধু মরছে
ওষুধ তৈরি করার জন্যে
চেষ্টা সবে করছে।

লকডাউনে সবাই এখন
ঘরের ভিতর বন্দি
ত্রাণ চুরির জন্যে
কেউ- বা করছে ফন্দি।

Manual1 Ad Code

ত্রাণ চোরা মানুষগুলো
অধম পশুর চেয়ে
ইচ্ছে মতো করে চুরি
সরকারি ত্রাণ পেয়ে।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code