প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা

  |  ১১:৩০, মে ২৮, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

আমাদের জাতীয় কবি

Manual3 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

সাম্যের কবি,মানবতার কবি, জাতীয় কবি
আমাদের প্রিয় কবি, কাজী নজরুল
ইসলাম—

যাঁর লেখায় নিপীড়িত, নির্যাতিত মানুষের
কথা
প্রতিবাদী কন্ঠ কবির উচ্চারিত হয়
কবিতায় —-

Manual2 Ad Code

কবি জেল জুলুমে করেননি ভয়,সাহসী বীর
লেখায় তুলেন, নিপীড়ন নির্যাতনের চিত্র
কবি—

কবির ছবি ভাসে চোখের পাতায় জন্মদিনে
যে
কবির গানে মন হয় ভাবুক, কেমন সুরের তালে—

Manual3 Ad Code

আমাদের কবি, আমাদের ভালোবাসায়
জাগ্রত
আছেন তাঁর সৃষ্টিশীল অমর লেখনীতে
বেঁচে—

কবি আছেন,
কবি থাকবেন আমাদের বুকে
চিরদিন থাকবেন ,
তিনি ভালোবাসায় কবি—

কবির জন্মদিনে, ফুলেল শুভেচ্ছায়
প্রিয় কবি
বাঙলা সাহিত্যের প্রাণ পুরুষ,
জাতীয় কবি—-

শ্যামল সবুজ বাংলার, অহংকার-গৌরব
কবি
আমাদের জাতীয় কবি,কাজী নজরুল
ইসলাম।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code