প্রচ্ছদ

বাউন্ডারী কমিউনিটি স্কুলের এজিএম ২০২৪ অনুষ্ঠিত

  |  ১৯:৪৯, অক্টোবর ২৫, ২০২৪
www.adarshabarta.com

Manual4 Ad Code

বাউন্ডারী কমিউনিটি স্কুল গত ৪২ বছর থেকে ইষ্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকাতে আফটার স্কুল বাংলা ক্লাস, ইয়ুথ ওয়ার্ক, আইটি প্রশিক্ষণ, কর্মসংস্থান সহায়তা সহ সামাজিক কল্যাণমূলক কাজ করে আসছে। সংগঠনটি ১৯৮২ সালের ২১শে ফেব্রুয়ারীতে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি নিবন্ধিত চ্যারিটি সংগঠন। এ সংগঠনটি “Empowering the community through education and training” এই motto নিয়ে কাজ করছে।

Manual7 Ad Code

বুধবার ২৩শে অক্টোবর, পূর্ব লন্ডনে সংগঠনের নিজস্ব অফিসে বাউন্ডারি কমিউনিটি স্কুলের এজিএম ২০২৪ অনুষ্ঠিত হয়। এজিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মোছাব্বির এবং পরিচালনাণ করেন সেক্রেটারি মতিউর রহমান জগলু।

Manual8 Ad Code

স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মোছাব্বির উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠন পরিচালনার ক্ষেত্রে তিনি বিগত দিনে সংগঠনের কাজে সহযোগিতার জন্য সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির স্বাগতিক বক্তব্যের পর বিগত বৎসরের রিপোর্ট পেশ করেন সেক্রেটারি মতিউর রহমান জগলু এবং আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মাসুদ আহমদ।

অনুষ্ঠানের এ পর্যায়ে সংগঠনের আগামী ২০২৪-২০২৫ সালের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। আওলাদ মিয়া, মোহাম্মদ নজরুল আলম ও মোহাম্মদ আব্দুল আজিজ এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে কমিশনার মোহাম্মদ নজরুল আলম পূর্ণাঙ্গ পরিচালনা কমিটির নাম ঘোষনা করেন।

পূর্ণাঙ্গ পরিচালনা কমিটির সদস্যগন হলেনঃ সভাপতি মোহাম্মদ আব্দুল মোছাব্বির, সহ-সভাপতি টুনু মিয়া, সেক্রেটারি মতিউর রহমান জগলু, ট্রেজারার মাসুদ আহমদ, অর্গানাইজিং সেক্রেটারি সাফি চৌধুরী, ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ রিপন চৌধুরী। সদস্যরা হলেন –  আকলুস মিয়া, মিসেস লাকি হক,  মিসেস ফাহমিদা আক্তার, মিসেস পান্না বেগম ও মোহাম্মদ ডেরিক কক্স।

এজিএম অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কো-অর্ডিনেটর সাদেকুল আমিন।

Manual5 Ad Code

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য দুপুরের খাবার পরিবেশন করা হয়।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code