প্রচ্ছদ

বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে’র উদ্যোগে বার্মিংহামে পঞ্চম ক্রীড়া মেলা ১১সেপ্টেম্বর

  |  ২০:১৩, সেপ্টেম্বর ০১, ২০২২
www.adarshabarta.com

Manual4 Ad Code

কে এম আবু তাহের চৌধুরী :

Manual7 Ad Code

আগামী ১১ই সেপ্টেম্বর (রবিবার) বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে’র উদ্যোগে রার্মিংহামে র্ঐতিহাসিক স্মলহিথ পার্কে তরু ছায়া পঞ্চম ক্রীড়া মেলা অনুষ্ঠিত হবে।
পূর্ব লণ্ডনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ক্রীড়া মেলার ব্যাপারে লিখিত বক্তব্য পাঠ করে শোনান সংগঠনের সদস্য সচিব সাংবাদিক সাহিদুর রহমান সোহেল। সম্মেলনে সংগঠনের পক্ষে আরো উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন তালুকদার, ফাহিমা রহিম ও বাহার উদ্দিন।
সাংবাদিক সম্মেলনে বলা হয় এ ক্রীড়া মেলায় থাকবে কাবাডি, কানামাছি ,মোরগের লড়াই, বিস্কুট দৌড়, সুই সুতা দৌড়, হাড়ি ভাঙ্গা, চেয়ার দৌড়, দৌড়, মার্বেল দৌড়, বালিশ দৌড়, লুডু, দড়ি লাফ প্রভৃতি।
সাংবাদিক সম্মেলনে সবাইকে যোগ দানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code