প্রচ্ছদ

লন্ডনে তিন দিনের ইসলামী বইমেলা শুরু

  |  ০৯:৪৬, মার্চ ২৭, ২০২২
www.adarshabarta.com

Manual4 Ad Code

শিহাবুজ্জামান কামাল :

Manual2 Ad Code

আল-কুরান একাডেমী লন্ডনের উদোাগে ৯ম বারের মত পুর্ব লন্ডনের এল এম সি হলে শুরু হয়েছে তিন দিনের ইসলামি বই মেলা।

২৬.২৭ ও ২৮ মার্চ শনি, রবি ও সোমবার পযর্ন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ‍্যে ৭টা পযর্ন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা প্রাঙ্গন।

শনিবার ২৬ মার্চ বেলা ২টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেন আল-কুরআন একাডেমীর কর্ণধার ডঃ হাফেজ মুনীর উদ্দিন। টিভি উপস্থাপক এহিয়া আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ড: আব্দুল বারি,ইস্ট লন্ডন মসজিদের খতিব মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা এ কে মওদুদ হাসান,মাওলানা রফিক আহমদ, বিশিষ্ট আবৃত্তিকার সৈয়দ ইসমত তোহা প্রমুখ।

ডঃ হাফেজ মুনীর উদ্দিন তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ইসলামী এই বই মেলার মাধ্যমে বই প্রেমিকদের মাঝে এক উৎসবমুখী পরিবেশের সৃষ্টি হবে। যারা বই প্রেমিক, ভালো বই পড়তে ভালবাসেন, তাঁরা এই বইমেলা থেকে তাঁদের পছন্দের বই ক্রয় করার সুযোগ পাবেন।

এই বই মেলায় নামিদামি অনেক লেখকের মূল্যবান ইসলামী বইগুলো সংগ্রহ করতে পারবেন।

এখানে থাকবে রকমারি বই ও পণ্যসামগ্রীর স্টোল। মেলায় প্রকাশক, বিক্রেতা ছাড়াও বিলেতের অনেক সুনামখ্যাত লেখক, কবি, সাহিত্যিকরা উপস্থিত থাকবেন।

এবারের বই মেলায় কুরআনের তাফসীর, হাদীসসহ বিভিন্ন ইসলামীক বইয়ের বিশাল সমারোহ ছাড়া ও ছোটদের জন্য থাকছে ইংরেজীতে রকমারি বইয়ের সম্ভার।

Manual4 Ad Code

বই মেলায় থাকবে সাহিত্য আড্ডা, কবিতা পাঠের আসর। অনুষ্ঠানে ইসলামী স্কলার ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন।

Manual6 Ad Code

তিন দিনের ইসলামী বই মেলাকে সফল করতে কমিউনিটির সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আল-কুরআন একাডেমী লন্ডন এর চেয়ারম্যান ডঃ হাফেজ মুনীর উদ্দীন আহমদ।

এবারৃের বই মেলায় ১১টি স্টল থাকছে। সেগুলো হচ্ছে: খাদিজা ইসলামিক স্টোর, রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকে, অল সিজন ফুডস, আল-কুরআন একাডেমি লন্ডন, লাইম পাবলিকেশন, কুরআন একাডেমি পাবলিকেশন, আলবানী একাডেমি, রাহমা বুক স্টোর, মুসলিম এক্সপ্রেশন কম, লার্নিং রূটস্ এবং দি সিম্পুল সীরাহ।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code