প্রচ্ছদ

দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের কেন্দ্রীয় ষাম্মাসিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত

  |  ১৮:৩৭, মার্চ ০১, ২০২২
www.adarshabarta.com

Manual6 Ad Code

শিহাবুজ্জামান কামাল :
রোববার ২৭ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের বিগ ল্যান্ড স্ট্রীটে অবস্থিত দারূল উম্মাহ সেন্টারে দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের কেন্দ্রীয় ষাম্মাসিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদের সভাপতিত্বে এবং সংগঠনের একটিং সেক্রেটারি জেনারেল মাওলানা হাফেজ আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোঃ আবুল মিয়া। সকাল ১১টায় সভার প্রথম পর্বের কাজ শুরু হয়।

সংগঠনের কেন্দ্রীয় আমীর হাফেজ মাওলানা আবূ সায়ীদ ‘কুরআনিক রিফলেকশন’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন। তিনি জামায়াত জীবনের গুরুত্ব বিষয়ে আলোচনায় বলেন, আমাদের প্রধান কাজ হবে, মানুষকে কল্যাণের দিকে আহবান করা। আল্লাহর দ্বীনের উপর ঠিকে থাকা। সেজন্য দরকার সর্বাবস্থায় সংগঠন বা জামাত বদ্ধ জীবন যাপন করা। সংগঠনের কর্মী বাহিনীদের মধ্যে দ্বীনী সম্পর্ক গড়া এবং পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্ক স্থাপন করা। সেই সাথে পারস্পরিক সম্পর্ক বিনাশী সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত থাকার আহবান জানান।
একজন মুমীন হিসেবে সৎ কাজের আদেশ এবং অন্যায় অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। তাছাড়া দুনিয়া এবং আখেরাতের কল্যাণ ও সফলতা লাভের জন্য আমাদেরকে দায়ী ইলাললাহর ভুমিকা পালন করতে হবে। আলোচনার পর সংগঠনের নতুন সদস্যদের শপথ পাঠ করান সংগঠনের মুহতারাম আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদ।

Manual4 Ad Code

সভায় গত সদস‍্য সভার কার্যবিবরনী পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সেক্তেটারী জেনারেল আরমান আলী। সংগঠনের ষাম্মাসিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা ফারুক হোসেইন। তারবিয়া বিষয়ে সার্ভে রিপোর্ট প্রদান করেন ব‍্যারিস্টার এ এম রফিকুল ইসলাম।
পরে পঠিত রিপোর্টের উপর প্রশ্নোত্তরের পর জোহরের বিরতি দেয়া হয়।

Manual7 Ad Code

Manual1 Ad Code

সদস্য সম্মেলনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আরমান আলী। সভায় সাংগঠনের আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মোহাম্মদ মারফত আলী। সংগঠনের বিভাগীয় অন‍্যান‍্য প্রজেক্টের রিপোর্ট প্রদান করেন শংশ্লিষ্ট দায়িত্বশীলরা।

Manual8 Ad Code

সভায় আসন্ন কেন্দ্রীয় দাওয়াতী সম্মেলনকে সামনে রেখে ‘ সামাজিক পরিবেশ সংরক্ষণে ইসলামের ভুমিকা শীর্ষক আলোচনা পেশ করেন সংগঠনের দাওয়া বিভাগের প্রধান এ কে এম মওদুদ হাসান। তাঁয বক্তব্যে বলেন, আমাদের সামাজিক অঙ্গনে যে প্রতিকুল অবস্থা বিরাজ করছে, সেগুলো ইসলামের আলোকে দুর করে একটি সুন্দর শাশ্বাত সামাজিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা এবং ইসলামের সুমহান বানী সর্বত্র পৌছাতে আমাদের চেষ্টা করতে হবে।

পরে সংগঠনের আমীর হাফেজ মাওলানা আবূ সায়ীদ এর বিদায়ী বক্তব্য এবং সংগঠনের প্রবীণ সদস‍্য মাওলানা মকররম আলী সাহেবের দোয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত সদস্য সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শতাধিক সদস্য-সদস্যারা সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code
Manual4 Ad Code