প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “দায়িত্বশীল”

  |  ২২:১৮, সেপ্টেম্বর ১৬, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

দায়িত্বশীল

Manual1 Ad Code

শিহাবুজ্জামান কামাল

Manual8 Ad Code

কোন কাজের দায়িত্ব পালন
জানি কঠিন কাজ
পদবি পেতে অনেকেই যে
পাগল পারা আজ।

দায়িত্ব পাবেন তাঁরা জানি
যোগ‍্য যিনি হন
কথা কাজে মিল থাকে আর
উদার থাকে মন।

Manual4 Ad Code

সাম‍্য প্রীতি ভালো কাজে
আদেশ হবে তাঁর
সবার সাথে সদাচারণ
করবে সুবিচার।

যে সমাজে এমন মানুষ
হবে দায়িত্বশীল
তবেই জানি সবার সাথে
থাকবে মনের মিল।

আল্লাহ্ ভীতি পরহেজগারি
যার দিলেতে রয়
এই সমাজে আজকে যেন
এমন নেতাই হয়।

Manual7 Ad Code

লন্ডন, ১৬ সেপ্টেম্বর ২০২১ ইংরেজি।

Manual1 Ad Code
Manual8 Ad Code