প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ২৩

  |  ০৩:১৮, মে ০৫, ২০২১
www.adarshabarta.com

Manual5 Ad Code

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাসসুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা,একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

 

কোরআন

 

وَإِنِّي لَغَفَّارٌ لِمَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَىٰ

Manual5 Ad Code

আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে, আমি তারপ্রতি অবশ্যই ক্ষমাশীল।(২০:৮২ )

 

হাদিস

 

আয়েশা  (রা) থেকে ৰর্ণিত রাসুলুল্লাহ () বলেছেন ” তোমরা রমজানের শেষ দশকে কদরের রাত তালাশ কর।”

Manual6 Ad Code

(বুখারী)

 

দোয়া

 

Manual3 Ad Code

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ

হে আমার পালনকর্তা, ক্ষমা করুন রহম করুন। রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ট রহমকারী (২৩:১১৮)

 

মোহাম্মদ  মখলিছুর রহমান 

Manual1 Ad Code

লন্ডন 

Manual1 Ad Code
Manual2 Ad Code