প্রচ্ছদ

মদিনা: শান্তি, ভালোবাসা ও প্রিয় নবীর (সা.) স্মৃতিতে ভরা শহর

  |  ১১:৫২, জানুয়ারি ২৩, ২০২৫
www.adarshabarta.com

Manual5 Ad Code

ডাঃ মাশরুরুল হক:

Manual2 Ad Code

মদিনা… নামটি উচ্চারণ করলেই হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। জীবনে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু মদিনা শহরে প্রবেশের মুহূর্তটি আসলেই ভিন্ন। মদিনায় প্রবেশের সময় মনে হলো আমি কোনো সাধারণ শহরে আসিনি। এই শহরের প্রশান্তির বাতাস অন্যরকম এক অনুভূতির জন্ম দেয়। আমি সেই শহরে এসেছি, যাকে প্রিয় নবী (সা.) নিজ হাতে সাজিয়েছেন, যেখানে তিনি আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন। এই শহরের মাটিতে আছে প্রিয় নবীর (সা.) স্মৃতি, বাতাসে মিশে আছে তাঁর দোয়া আর ভালোবাসার সুবাস।

Manual4 Ad Code

মসজিদে নববীতে পা রাখার মুহূর্তটি ছিল আমার জীবনের অন্যতম আবেগঘন অভিজ্ঞতা। যখন রওজা মোবারকের দিকে তাকালাম, মনে হলো আমি আমার প্রিয় রাসুলুল্লাহ (সা.)-এর সামনে দাঁড়িয়ে আছি যিনি আমাকে না দেখেও ভালোবেসেছেন, কিয়ামতের দিন যিনি তার উম্মতের জন্য সুপারিশ করবেন।

চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে গেলো। মনে হলো, তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন, আমাদের জন্য কষ্ট করেছেন। প্রিয় নবী (সা.) যে উম্মতের জন্য কেঁদেছেন, সেই উম্মতের একজন হয়ে আজ আমি আবারও তাঁর সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি—এটা ভাবতেই অন্তর ভরে উঠলো।

মদিনা শহরের প্রতিটি গলি, বাতাস, আকাশ- সবকিছুতেই এক অদ্ভুত শান্তি। মনে হলো, জীবনের সব ক্লান্তি এখানেই শেষ। এই শহরের প্রতিটি দেয়ালে রাসুলের (সা.) ভালোবাসার গল্প লুকিয়ে আছে।

Manual2 Ad Code

মদিনা আমাকে শিখিয়েছে—

ভালোবাসা মানে ত্যাগ।

ক্ষমা মানে শক্তি।

আর ধৈর্য মানে আল্লাহর ওপর পূর্ণ ভরসা।

মদিনার আকাশের নিচে দাঁড়িয়ে মনে হলো, এই শহর আমাকে ডাকছে—ভালোবাসার, ক্ষমার, ধৈর্যের শিক্ষা দিতে। প্রিয় নবী (সা.) আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সেটা উপলব্ধি করলেই হৃদয় বিগলিত হয়ে যায়।

মদিনা থেকে বিদায় নেওয়া ছিল সবচেয়ে কঠিন। বিদায়বেলায় বার বার ওই মায়াবী সবুজ গম্বুজ ফিরে ফিরে দেখতে হয়েছে। মনে হলো, হৃদয়ের একটা অংশ মদিনাতেই রেখে যাচ্ছি।

Manual5 Ad Code

মদিনা—প্রিয় নবী (সা.)-এর ভালোবাসার শহর। আল্লাহ যেন বারবার আমাদের সবাইকে এই  শহরে নিয়ে আসেন।

 

🕋 উমরাহ সফর, ২০২৫

উৎস: ফেইসবুক পেইজ থেকে

Manual1 Ad Code
Manual7 Ad Code