প্রচ্ছদ

লাইলাতুল কদর,সহস্র রজনীর রাত

  |  ১৭:২৭, মে ০২, ২০২১
www.adarshabarta.com

আজ মধ্যপ্রাচ্য, ইউরোপে ২০ রামাদান । আজ রাত থেকেই শেষ ১০ দিনের বিজোড় রাত গণনাশুরুইবাদতের জন্য মওসুমের এই মাসে শেষ ১০ দিন বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দিনগুলোর মধ্যেই লাইলাতুল কদরের রাত বিদ্যমান বলেই হাদিস থেকে জানা যায়

কদরের রাতের মর্যাদা সম্পর্কে আল্লাহ  পবিত্র কোরআনে বলেছেন :

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

কদরের  রাত হাজার মাসের চাইতে উত্তম।“(৯৭:)

অন্যত্র আল্লাহ বলেছেন :

فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ

রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।“(৪৪:)

হাজার মাসের হিসাব ধরা হয় ৮৩ বছর কয়েক মাস। অর্থাৎ অপনি যদি কদরের রাত পেয়ে যানএবং এবাদত করেন ৮৩ বছরের চাইতে বেশি সওয়াব পেয়ে যাবেন।

এখন কথা হল আপনাকে  কদরের রাত পেতে হবে। সহি হাদিস থেকে সর্বস্মমতি ক্রমে একমত যে কদরের রাত হল রামাদানের শেষ ১০ দিনের বিজোড়  রাত্রে অর্থাৎ ২১, ২৩,২৫,২৭, ২৯ রাত্রে। আপনি যদি চালাক হন তবে  শেষ ১০ দিনের প্রতি রাতকেই কদরের রাত মনে করেইবাদত করতে পারেন।

হজরত আয়েশা রা: হতে ৰর্ণিত যখন রমযানের শেষ দশ দিন আগমন  করত নবী করীম : পরিধানের কাপড় মজবুত করে বাধতেনরাত জাগতেনএবং পরিবারের লোকজনকে জাগাতেন(বুখারি)

হযরত আবু হোরায়রা (রা) থেকে ৰর্ণিত   রাসুলুল্লাহ () বলেছেন:

যে ব্যক্তি শবে কদরে ঈমানসহ ছওয়াবের আশায়  ইবাদত করে তার  পূর্বৃকৃত সকল গুনাহ মাফহয়ে যায়(বুখারি)

হযরত ওবাদাহ থেকে ৰর্ণিত রাসুলুল্লাহ () বলেছেন: যে কদরের রাত্রের অন্বেষনে সেই রাতেনামাজ পড়ে এবং তা পেয়ে যায় তার অতীতের ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয় । (নাসাঈ)

এখন কথা হল আপনি কি আমল করবেন?

প্রতিটি বিজোড় রাতকে টার্গেট করে আমল  করলে কদরের রাত মিস হওয়ার সম্ভাবনা কম।

১ । সম্বভ হলে এতেকাফে করবেন তখন  প্রতিরাতে ইবাদত করতে পারবেন। কদরের রাতআপনার জন্য কনফার্ম।

২ । প্রতিরাতে সামান্য হলেও দান করবেন। মনে হবে আপনি ৮৩ বছরের বেশি দান করেছেন।

৩ । কোরঅন তেলাওয়াত করবেন মনে হবে আপনি ৮৩ বছরের বেশি তেলাওয়াত করেছেন।

৪ ।কমপক্ষে দুই রাকাত হলে তাহাজ্জুদ পড়বেন। একটু লম্বা করে আপনার প্রভুকে সেজদা করবেন  মনে হবে আপনি ৮৩ বছরের বেশি সেজদা করেছেন।

. বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি সবাইকে মাফ করে দেওয়ার জন্য দোয়াকরবেন 

সহিহ হাদিসে বর্ণিত,  কদরের রাত্রে কি দোয়া পড়া উচিৎ মর্মে আয়েশা  রা: এর এক প্রশ্নেরজওয়াবে রাসুলুল্লাহ : বলেছেন : এই দোয়া পড়,

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

হে আল্লাহ ! তুমি ক্ষমাশীলক্ষমাকে পছন্দ কর।  সুতরাং আমাকে ক্ষমা মাফ করে দাও।

আপনি যদি  বোনাস পেতে পছন্দ করেন অংকে পারদর্শী হন তবে এই রামাদানের কদরেররাত নিশ্চয় হাতছাড়া করবেন না।

আপনি নিজে আমল করে পরিচিত জনদেরকে পরামর্শ দিন , উদ্বুদ্ব করুন

কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীরসাওয়াবে কোনো ঘাটতি হবে না।…” [মুসলিম ২৬৭৪]

আল্লাহ এইবারের কদরের রাতকে আমাদের সকলের জন্য নসিব করুন

আমিন

 

মোহাম্মদ মখলিছুর রহমান

লন্ডন