প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ১৮

  |  ০৩:০৬, এপ্রিল ৩০, ২০২১
www.adarshabarta.com

Manual7 Ad Code

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাসসুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা,একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

 

Manual6 Ad Code

কোরআন

 

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا

নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেনএর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করলআল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল।( :৪৮)

 

হাদিস

 

আয়েশা  (রা) থেকে ৰর্ণিত রাসুলুল্লাহ (স)  বলেছেনকোন মুসলমান বিপদগ্রস্ত হলে, আল্লাহএর দ্ধারা তার গুনা মাফ করে দেন, এমনকি একটি কাটা ফুড়লেও । (বুখারি মুসলিম)

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

দোয়া

 

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।(১৪:৪১)

Manual4 Ad Code

 

মোহাম্মদ মখলিছুর রহমান 
লন্ডন 

Manual1 Ad Code
Manual6 Ad Code