প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ১৫

  |  ০৩:৩৭, এপ্রিল ২৭, ২০২১
www.adarshabarta.com

Manual6 Ad Code

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাসসুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা,একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

 

কোরআন

 

وَأَنِيبُوا إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُالْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ

তোমরা তোমাদের পালনকর্তার অভিমূখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও তোমাদের কাছে আযাব আসার  পূর্বে। এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না‘(৩৯:৫৪ )

 

Manual2 Ad Code

হাদিস

.

রাসুলুল্লাহ : বলেছেন :

যে ব্যাক্তি নিজ আমলনামা দেখে খুশি হতে চায় সে যেন বেশি করে গুনা মাফ চায়। (বায়হাকি)

Manual3 Ad Code

.

রাসুলুল্লাহ : বলেছেন :

আল্লাহর কসম, আমি দিনে আল্লাহর কাছে ৭০ বারের অধিক তাওবাএস্তেগফার করি ।(বুখারি)

 

দোয়া

 

বিষণ্ণতা , দুশ্চিন্তা থেকে বাঁচার দোয়া :

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ ‏”

হে আল্লাহ! আমি উদ্বিগ্ন বিষণ্ণ হওয়া থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি তোমার কাছে অক্ষম আলস্য হতে আশ্রয় প্রার্থনা করছি। তোমার কাছে আরও আশ্রয় প্রার্থনা  করছি কৃপণতা করা ভীরু হওয়া থেকে। হে আল্লাহ্! আমি তোমার কাছে ঋণের আধিক্য এবং পুরুষদের অন্যায় প্রাধান্য কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি।

Manual8 Ad Code

 

মোহাম্মদ মখলিছুর রহমান 
লন্ডন 

 

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code