প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ১১

  |  ০৩:৪৭, এপ্রিল ২৩, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাস সুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের  সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত  করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ  একটি আয়াত  মুখস্ত করা, একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

 

কোরআন

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَفَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ

Manual7 Ad Code

وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْيُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ

তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজেরউপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে।আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করেনা এবং জেনেশুনে তাই করতে থাকে না।(:১৩৫)

 

হাদিস

সেহরি বা সুহুর খাওয়া সুন্নত হজরত আনাস বিন মালেক রাঃ হতে বর্ণিত , রাসূলুল্লাহ সঃ বলেছেনতোমরা শেষ রাতে খাবার খাও তাতে বরকত রয়েছে

 

দোয়া 

Manual7 Ad Code

وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ

Manual4 Ad Code

আমি আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করছি। নিশ্চয় বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে (৪০:৪৪ )

 

Manual1 Ad Code

মোহাম্মদ মখলিছুর রহমান 

লন্ডন 

Manual1 Ad Code
Manual8 Ad Code