প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা “আমার আমি কই”

  |  ০৯:৩২, এপ্রিল ২১, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

আমার আমি কই

মিজানুর রহমান মিজান

চলছি সদায় বন্ধের দয়ায়
আমার আমি কই।।

আমিতো আমি নয়
অন্যের উপর নির্ভয়

Manual5 Ad Code

বাহাদুরি কোথা রয়
অযথা শুধু হইচই।।

একদিনের রোগে পাইলে
সর্বাঙ্গ অবশ হলে

পাই না মুক্তি কোনকালে,
দয়ার দয়ায় শুধু রই।।

Manual1 Ad Code

এ ভব সংসারে,
অতল গভীরে

পড়িয়া আধাঁরে,
পথহারা ভিন্নতা কই।।

Manual5 Ad Code

হোক জয় বা পরাজয়,
ভাবি না এ বিষয়

যখন যেথা ইচ্ছা হয়,
তব নাম জপি

কষ্ট হয় যতই।।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code