প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ৯

  |  ০৩:৫৩, এপ্রিল ২১, ২০২১
www.adarshabarta.com

Manual2 Ad Code

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাস সুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের  সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশিকরে তেলায়াত  করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ  একটি আয়াত  মুখস্ত করা, একটি হাদিস পড়া একটিদোয়া শিক্ষা করা

কোরআন

إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ

Manual1 Ad Code

দান সাদকা প্রদানকারী নারী পুরুষ এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে, নিশ্চয়ই কয়েকগুন  বৃদ্ধি করে তাদেরকে ফেরত দেয়া হবে। তাছাড়াও তাদের জন্য আছে সর্বোত্তম প্রতিদান “(৫৭:১৮)

 

হাদিস

সাহাল ইবনে সাআদ (রা)হতে বির্ণিত রাসুল্লুল্লাহ (স)বলেছেন :

Manual2 Ad Code

বেহেস্তের আটটি দরজা আছে এগুলোর একটির নাম রাইয়্যান দিয়ে শুধু রোযাদারই প্রবেশ করবে .”(বুখারী মুসলিম)

 

দোয়া

বিপদআপদ দুঃখদুর্দশার সময় নবীজি (সা) এই দুআটি পড়তেন

لا اله الا الله العظيم الحليم،

Manual2 Ad Code

لا اله الا الله رب العرش العظيم،

لا اله الا الله رب السموات ورب العرش الكريم٠

আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নাই, মহিমান্বিত, পরম সহিষ্ণু,আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নাই, সুবিশাল আরশের অধিপতি,আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নাই, আসমান সমুন্নত আরশের অধিপতি

Manual7 Ad Code

(ইবনে আব্বাস (রা) বর্ণিত, সহিহুল বুখারী, ৭৪৩১)

মোহাম্মদ মখলিছুর রহমান
লন্ডন 

Manual1 Ad Code
Manual3 Ad Code