প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ৮

  |  ০৩:৫২, এপ্রিল ২০, ২০২১
www.adarshabarta.com

Manual5 Ad Code

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস,  লাইলাতুল কদরের মাস সুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরানের  সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশি করে তেলায়াত  করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ  একটি আয়াত  মুখস্ত করা, একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

কোরআন

Manual6 Ad Code

اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَالْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ وَمَاالْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

ভালভাবে জেনে রাখো দুনিয়ার জীবন, একটা খেলা, হাসি তামাসা, বাহ্যিক চাকচিক্য, তোমাদের পারস্পরিক গৌরব অহংকার এবং সন্তানসন্ততি অর্থসম্পদে পরস্পরকে অতিক্রম করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এর উপমা হচ্ছে, বৃষ্টি হয়ে গেল এবং তার ফলেউৎপন্ন উদ্ভিদরাজি দেখে কৃষক আনন্দে উৎফূল্ল হয়ে উঠলো। তারপর সে ফসল পেকে যায় এবংতোমরা দেখতে পাও যে, তা হলদে বর্ণ ধারণ করে এবং পরে তা ভূষিতে পরিণত হয়। পক্ষান্তরে আখেরাত  এমন স্থান যেখানে রয়েছে কঠিন আযাব, আল্লাহর ক্ষমা সন্তুষ্টি। পার্থিব জীবনপ্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়।”(৫৬:২০)

হাদিস

হজতর আবূহুরায়রা (রা)হতে বর্ণিত নবী করিম ()বলেছেন

Manual5 Ad Code

যখন রামাদান মাস আসে বেহেস্তের দরজা  সমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দ্বার বন্ধ করেদেওয়া হয় আর শয়তানকে শিকলে বন্দি করা হয় ” (বুখারী ,মুসলিম)

দোয়া

أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান(২১:৮৩)

Manual4 Ad Code

মোহাম্মদ মখলিছুর রহমান 
লন্ডন 

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code