প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ৭

  |  ০৪:০২, এপ্রিল ১৯, ২০২১
www.adarshabarta.com

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষমাস, লাইলাতুল কদরের মাস সুতরাং আমাদের উচিত হবে এইমাসে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্বি করাকোরআন স্টাডি করা, বেশি করে তেলায়াত করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ  একটি আয়াত  মুখস্ত করা, একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

কোরআন

الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَوَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ

যারা স্বচ্ছলতায় অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের  প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন।“(:১৩৪ )

হাদিস

হযরত আবু হোরায়রা (রা) থেকে ৰর্ণিত রাসুলুল্লাহ (স) বলেছেনযে ব্যাক্তি মিথ্যা কথা বলা মিথ্যা কাজ করা পরিত্যাগ করতে পারলনা,  তার খানা পিনাত্যাগ করায় (রোযা রাখার) আল্লাহর কোন প্রয়োজন নেই।(বোখারি)

দোয়া

যে ব্যক্তি সকালে তিনবার এই দুআ পড়বে, সন্ধ্যা পর্যন্ত কোন বিপদ তাকে স্পর্শ করবে না। যে সন্ধ্যায়  তিনবার পড়বে, সকাল পর্যন্ত কোন মুসিবত তার কাছে আসবে না।

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

অর্থ

আমি সকালে বা সন্ধ্যায় উপনীত হয়েছি এমন আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোন কিছুই ক্ষতি করতে পারে না। সুনানে আবু দাউদ

মোহাম্মদ মখলিছুর রহমান 

লন্ডন