প্রচ্ছদ

রামাদান ২০২১ , করোনা ও করণীয়

  |  ০৯:০৮, এপ্রিল ১৭, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

ইউকেতে বসবাসরত সিলেট জেলার কানাইঘাট উপজেলাবাসীর সংগঠন কানাইঘাট এসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজন করা হয়েছে বর্তমান এই করণাকালীন পরিস্তিতিতে রামাদানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান

Manual1 Ad Code

আগামীকাল রোববার ১৮ই এপ্রিল , ২০২১ ইউকে সময় বিকেল ঘটিকা, বাংলাদেশ সময় রাত ১০ঘটিকায় অনুষ্টিত হবে এই অনুষ্টানটি ।

Join Zoom Meeting: 

https://us02web.zoom.us/j/4223152204?pwd=ZzlaNTJVU013clQveFg5aC9rRnM1UT09

Manual8 Ad Code

Meeting ID: 422 315 2204

Passcode: 686214

ভার্চুয়ালি অনুষ্টিত এই অনুষ্টানে বর্তমান পরিস্তিতিতে রামাদানের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ব্য নিয়ে আলোচনা করবেন কানাইঘাটের কৃতি সন্তান ইউকে তথা ইঊরোপের অন্যতম বৃহৎ ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা আবুল হুসাইন খান ।

কানাইঘাটের আরেক গুণীজন, আইনজীবী , ইস্ট লন্ডনের বো সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব ব্যারিস্টার মাওলানা কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই

এবং ইউকের বিশিষ্ট কমিউনিটি বেক্তিত্ব , কানাইঘাট এসোসিয়েশন ইউকের প্রাক্তন সভাপতি এবং বর্তমান উপদেষ্টা মাওলানা রফিক আহমদ রফিক ।

 

Manual7 Ad Code

অনুষ্টানে সভাপতিত্ব করবেন কানাইঘাট এসোসিয়েশন ইউকের  চেয়ারপার্সন জনাব নাজিরুল ইসলাম

পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ভার্চুয়ালি জুমে অংশগ্রহণ করে অথবা ফেইসবুক লাইভে এই মহতী অনুষ্ঠানে  অংশগ্রহণ করে ফায়দা হাসিলের জন্য আহব্বান জানিয়েছেন কানাইঘাটএসোসিয়েশন ইউকের চেয়ারপার্সন জনাব নাজিরুল ইসলাম , সেক্রেটারি মোহাম্মদ মখলিছুর রহমান, ট্রেজারার জনাব আহমেদ ইকবাল চৌধুরী এবং সাংগঠনিক সম্মাদক জনাব ফারুক আহমদ চৌধুরী সহ ইসি এসি কমিটির সকল সদস্যবৃন্দ ।

 

 

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code