প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ৫

  |  ০৪:১৪, এপ্রিল ১৭, ২০২১
www.adarshabarta.com

Manual6 Ad Code

রামাদান কোরআন নাজিলের মাস, আমাদের জন্য একটি বিশেষ মাস, লাইলাতুল কদরের মাস, সুতরাং আমাদের উচিত হবে এই মাসে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্বি করা, কোরআন স্টাডি করা, বেশি করে তেলায়াত করাচেষ্টা করা কম করে হলে প্রতিদিন অর্থসহ একটি আয়াত মুখস্ত করা, একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা

 

কোরআন

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ۚ وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

Manual2 Ad Code

তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন।(:১১০ )

 

Manual5 Ad Code

হাদিস

আবু মাসউদ (রা) থেকে ৰর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: কোন লোক সওয়াব লাভের  আশায় নিজের পরিবার পরিজনের জন্য যা খরচ করে তা তার জন্য সাদাকা (দান) সমতুল্য (বুখারি,মুসলিম)

Manual5 Ad Code

 

দোয়া

َرَّبنا َأْفرْغ َعَلينا َصبًرا َوَتَوَّفنا ُمسِلمي َن ِ
হে আমাদের পরওয়ারদেগার আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান কর।(:১২৬ )

Manual6 Ad Code

 

মোহাম্মদ মখলিছুর রহমান 
লন্ডন 

Manual1 Ad Code
Manual3 Ad Code