প্রচ্ছদ

পার্থ সারথী চৌধুরী-এর কবিতা “শুভ নববর্ষ”

  |  ১৫:৪৭, এপ্রিল ১৪, ২০২১
www.adarshabarta.com

Manual7 Ad Code

শুভ নববর্ষ

Manual4 Ad Code

পার্থ সারথী চৌধুরী

পহেলা বৈশাখ আজ, শুভ নববর্ষ
স্বাগত হে বৈশাখ, স্বাগত নববর্ষ।
গেল বৎসরের পুরানো ভাত পানি
ইলিশ মাছের ভাজি এতটুকু নুন
বেশ ভালোই লাগে
নবজীবন রাগে
নতুন সোনালী আবেশে এসো বৈশাখ।
খাঁ খাঁ রোদ উদাসীন দুপুর বাতাস
নোনা স্বাদে ঘামে ভেজা শীতল শরীর
স্বাগত হে বৈশাখ
তোমায় স্বাগত, আজ শুভ নববর্ষ।
বৈশাখী তীব্র ঝড় ঝেড়ে মলিন ধূলো
হারায় ভুলে যাওয়া ব‍্যথাভরা স্মৃতি
নতুনের আশায় নবতর স্মৃতির
উদ্বেল জাগরণে
তোমার আগমনে
শেষ হোক জীবনের দীর্ণ সমারোহ।
সাথে নিয়ে আসো শান্তি বহুক বাতাক
দূর হোক ব‍্যথা গ্লানি ব‍্যাধি ও বিকার
স্বাগত হে বৈশাখ
তোমায় স্বাগত, আজ শুভ নববর্ষ।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code