প্রচ্ছদ

রামাদানে প্রতিদিন: দিন ২

  |  ১১:০৩, এপ্রিল ১৪, ২০২১
www.adarshabarta.com

Manual5 Ad Code

রামাদান মাস কোরআন নাজিলের মাস, সুতরাং আমাদের উচিত হবে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্বি করা, স্টাডি করা, তেলায়াত করা চেষ্টা করা কম করে হলে প্রতিদিন একটি আয়াত  মুখস্ত করা, একটি হাদিস পড়া একটি দোয়া শিক্ষা করা 

কোরআন

Manual7 Ad Code

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَفَلْيَصُمْهُ

রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যবিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক মাসটি পাবে, সে মাসের রোযা রাখবে।” (সুরা আয়াত ১৮৫)

Manual7 Ad Code

হাদিস

নবী করিম( বলেন : “যে ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনল, সালাত কায়েম করল, যাকাত আদায় করল , রমজান মাসে সিয়াম পালন করল তার জন্য আল্লাহর উপর সে বান্দার অধিকার হল তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া। (বুখারী)

দোয়া

ইফতারের দোয়া :

ذهب الظمأ وابتلت العروق، وثبت الأجر إن شاء الله

“পিপাসা দূর হয়েছে, খাদ্যনালী সিক্ত হয়েছে এবং পরিশ্রমিক অর্জিত হয়েছে ইনশাআল্লাহ” (আবু দাউদ )

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

মোহাম্মদ মখলিছুর রহামন

লন্ডন

Manual1 Ad Code
Manual8 Ad Code