প্রচ্ছদ

প্রতিদিন ৬০ হাজার লিটার স্যানিটাইজার দিয়ে ধোয়া হবে গ্র্যান্ড মসজিদ

  |  ২০:০৩, মার্চ ৩১, ২০২১
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

পবিত্র রমজান মাসে প্রতিদিন ৬০ হাজার লিটার স্যানিটাইজার ব্যবহার করে ১০ বার ধোয়া হবে মক্কার গ্র্যান্ড মসজিদ। এসময় ৩০টি থার্মাল ক্যামেরা দিয়ে মসজিদে আসা সীমিত সংখ্যক মুসল্লি তাপমাত্রা মাপা হবে। যাতে করে রমজানের সময় সবাইকে করোনাভাইরাস থেকে রক্ষা করা যায়।

করোনার কারণে স্থগিত থাকার সাত মাস পর গত বছরের অক্টোবরে ওমরাহ হজ পুনরায় শুরু হয়। তবে সরকারি একটি অ্যাপ দিয়ে প্রতিদিন সীমিত সংখ্যক মুসল্লি ওমরাহ হজ পালনের সুযোগ পায়। এমতাবস্থায় আসন্ন রমজানকে ঘিরে নিজেদের পদক্ষেপের কথা জানায় গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, সব মুসল্লির জন্য সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ইবাদতের বিশেষ স্থানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মসজিদে আসা সব মুসল্লিকে রেডি-মেড ইফতার দেয়া হবে।

এদিকে বোতলে ভরে জমজমের পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এজন্য দিনে ২ লাখ বোতল পানি সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরো ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ হাজারেরও বেশি কর্মী নিযুক্ত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।