প্রচ্ছদ

কানাইঘাট গাছবাড়ীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা

  |  ১৩:৫১, ফেব্রুয়ারি ২৬, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

আব্দুল গফফার, কানাইঘাট (সিলেট) :

সড়ক দূর্ঘটনা ও সড়কে বিভিন্ন অব্যবস্থাপনার প্রতিবাদে সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে গাছবাড়ী অঞ্চলের সর্বস্থরের জনগণের ডাকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য প্রশাসন ও সরকারের প্রতি বিভিন্ন দাবি উত্তাপিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে গাছবাড়ী বাজার ব্যাবসায়ী সমিতির সদস্য ডা. এইচ এম ইলিয়াছ বলেন, ‘শেখ হাসিনা সরকারের সময়ে যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়নের কথা অস্বীকার করা যাবে না। কিন্তু এ উন্নতির সাথে বেড়েই চলেছে সড়ক দূর্ঘটনা। করোনা মহামারির চেয়েও ভয়ানক রূপ ধারণ করেছে সড়ক দীর্ঘটনা। সুতরাং সরকার এবং প্রশাসনকে নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম, চালকদের মাসিক কিংবা বাৎসরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা এবং চলাচলে অনুপযোগী যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে দিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

Manual5 Ad Code

গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের সাধারণ সম্পাদক রাহেল আহমদ ও আব্দুল বাসিতের যৌত সঞ্চালনায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহ্বায়ক মিসবাহ উদ্দীন। এছাড়া বক্তব্য প্রদান করেন ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি’র সদস্য আব্দুল কুদ্দুস, কুসংস্কার দূরীকরণ কমিটির সাধারণ সম্পাদক কাওছার আহমদ, ডা. হেলাল উদ্দীন, সাংবাদকর্মী জয়নাল আজাদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে নাগরিক কমিটির আহ্বায়ক মিসবাহ উদ্দীন বলেন, ‘এ দেশ স্বাধীনের পর থেকেই সাধারণ মানুষ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আজীবন তা চলবে। বর্তমান সরকারের উচিত রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা গ্রহণ করা।’

মিসবাহ উদ্দীন বলেন, ‘এ দেশের মানুষ সংগ্রাম করতে জানে। ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে পুরো দেশ ক্ষেঁপেছিল। প্রয়োজনে আবারও আমরা মাঠে নামব।’

Manual4 Ad Code

চালকদের উদ্দ্যেশে তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা মেনে আপনারা ড্রাইভিং করুন। মাদকাসক্ত হয়ে গাড়ি চালাবেন না। ফোন কানে নিয়ে এবং ধুমপান করে ড্রাইভিং করা থেকে বিরত থাকুন। যাত্রীরা যখন গাড়িতে উঠে তাদের নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে। সুতরাং ড্রাইভিং করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। তাতে যাত্রীসহ আপনার নিজেরই কল্যাণ।’

Manual8 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আলী, মিরারচটি স্টুডেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল কাদির, ব্যাবসায়ী ও সমাজকর্মী বদরুল ইসলাম, ডালমান আহমদ, জাকির আহমদ, আব্দুস শহীদ, সৈয়দ নাবিল, নাহিয়ান আহমদ ও সৈয়দ তানিম প্রমুখ।

Manual1 Ad Code
Manual4 Ad Code