প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া ‘আসছে শীত’

  |  ০৭:৩৪, নভেম্বর ০৯, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

আসছে শীত

Manual2 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual3 Ad Code

আসছে শীত নাড়ছে কড়া
আসছে শীত বুঝি
শীতের জামা জড়িয়ে গায়ে
গরম ছোঁয়া খুঁজি।

আসছে শীত ঠান্ডা হাওয়া
কেমন শীত নামে
জীবন চাকা শীতের ভয়ে
শীতের দিনে থামে।

Manual5 Ad Code

করোনা ভয় বাড়ছে ওই
খবর রটে বেশ
আসছে শীত ঝরবে কত
অকালে প্রাণ বেশ।

আসছে শীত বেশ তো ওই
পথটা হয় ফাঁকা
রয় তো ঘরে থাকছে ঘরে
হয় তো ঘরে থাকা।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code