প্রচ্ছদ

কাজী শাহেদ বিন জাফর-এর কবিতা

  |  ১১:০৯, মে ২৮, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

খোলা চিঠি

Manual6 Ad Code

কাজী শাহেদ বিন জাফর

Manual6 Ad Code

ভাললাগেনি চলন আমা
ভাললাগেনি কহন,
লক ডাউনে ঘরের কোণে
কতোই সহে বসন।
পাচ্ছিনে আজ সহ সাথী
জমছেনা আর খেলা,
বেতার দিয়ে বলছি কথা
জুড়োয়নি মন মেলা।
যারাই আছে চাকুরী জীবি
সরকারি খুদ খাতে,
নেই ভাবনা খাবার নিয়ে
আসছে বেতন পাতে।
আছে যারাই আমার মতো
কর্মে জীবন চালে,
মর্ম পীড়া আহার নিয়ে
আর কতো সয় ভালে।
সরকারি সব বিধি নিষেধ
কে আর কতো মানে,
কার ছোঁয়াতে রোগটা ছড়ে
ভয়ে বহি ঘর পানে।
খোদায় যদি রাখে জীবন
মিলন মেলে পাবেন,
ভালো থাকিস সহ সাথীরা
যেথা যেমন আছেন।

Manual1 Ad Code
Manual8 Ad Code