প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “যাত্রী”

  |  ২৩:৪৩, মার্চ ০৬, ২০২৫
www.adarshabarta.com

Manual4 Ad Code

“যাত্রী”

Manual2 Ad Code

শিহাবুজ্জামান কামাল

Manual7 Ad Code

মরণ নামের এই পেয়ালা
বরণ করবে সবে
কেউ জানিনা জীবন চাকা
কখন বন্ধ হবে।

হৃদয় ভরা হাজার স্বপন
বেরিয়ে গেলে শ্বাস
তখন থেকে করবে শুরু
মাটির ঘরে বাস।

ফলে আসা হাজার স্মৃতি
জমা হৃদয় নীড়ে
বিদায় নিল কত জনা
এলনা কেউ ফিরে।

থাকবে পড়ে সকল কিছু
ফিরবে খালি হাতে
কিবা এমন আমল আছে
নিয়ে যাব সাথে।

Manual5 Ad Code

একি পথের যাত্রী মোরা
কেউ আগে কেউ পরে
নাজাত চাহি প্রভুর কাছে
মোদের সবার তরে।

Manual3 Ad Code

লন্ডন: ২৮ জানুয়ারি ২০২৫ইং

Manual1 Ad Code
Manual4 Ad Code