প্রচ্ছদ

লন্ডনে ‘কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’ নামে নতুন সংগঠনের যাত্রা

  |  ১৬:৪৩, মে ১২, ২০২২
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত তানজীল অডিটোরিয়ামে এক মনোজ্ঞ ঈদ সমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’ নামে একটি নতুন সংগঠনের শুভ সুচনা হয়। সিলেটের কানাইঘাট উপজেলা থেকে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে আসা ছাত্রদের নিয়ে সোমবার (৯ মে ২০২২) এই অনুষ্ঠান আয়োজন এবং সংগঠনটির আনুষ্ঠানিক শুভ যাত্রা ঘোষনা করা হয়েছে।

Manual5 Ad Code

গাছবাড়ী মডার্ণ একাডেমির সাবেক সিনিয়র শিক্ষক, সমাজসেবী আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম হাফেজ মাওলানা আবুল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি সমাজ সেবক মাওলানা রফিক আহমদ, কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি সমাজ সেবক ইজ্জত উল্লাহ, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি ফারুকুজ্জামান, সাবেক সেক্রেটারি ইকবাল আহমদ, কুরতুবা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, কানাইঘাট ইসলামিক সোসাইটির সাবেক প্রেসিডেন্ট, দারুল উম্মাহ মসজিদের ইমাম মাওলানা আবুল হাসনাত চৌধুরী, গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি ব্যাবসায়ী আবুল ফাতেহ, সহ সভাপতি নোমান পাটোয়ারী, সহ সভাপতি সালিক আহমদ, গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি একাউন্টটেন্ড সুলেমান আহমদ পাটোয়ারী, ইউনিভারসাল ভয়েস ফর জাস্টিস এর চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আবু সালেহ ইয়াহইয়া, কানাইঘাট ইসলামিক সোসাইটির সাবেক সেক্রেটারি হাফেজ জয়নাল আবেদিন চৌধুরী, কানাইঘাট ইসলামিক সোসাইটির সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জাকির হোসেন মিল্লাত, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্টাতা ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইম্পলয়মেন্ট সেক্রেটারি, গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা সমাজ সেবক খয়ের উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা সমাজ সেবক ইমরান পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক শামীম আহমদ শামুল, জিডিএর ক্যাশিয়ার হারিছ উদ্দিন, সাবেক ছাত্রনেতা ব্যাবসায়ী দিলদার হোসেন শামিম প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যের শেষে নতুন সংগঠন ‘কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন ইউকের ১০ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের নাম ঘোষনা করেন। আহবায়ক কমিটি সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠনের ব্যবস্থা করবে।

Manual1 Ad Code

কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’র আহবাহয়ক কমিটি :

সভাপতি হাফিজ আব্দুর রহিম, সেক্রেটারি ইব্রাহীম আলী, সদস্য শাহিনুল হক শাহরিয়ার, আবুল হাসনাত খান, নাজমুল ইসলাম, এনায়াত মোস্তফা, সুফিয়ান চৌধুরী, মাহফুজ হাছান মুন্না, ওলিউর রহমান, মোঃ মাহফুজ আহমদ, হাফিজ সোহেল আহমদ।

Manual6 Ad Code

কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা পরিষদ :

হাফিজ জায়নুল আবেদীন চৌধুরী, আবু সালেহ মোহাম্মদ ইয়াহইয়া, মোস্তফা কামাল, ইমরান আহমদ, জাকির হোসাইন মিল্লাত।

বক্তারা তাঁদের বক্তব্যে সামগ্রিকভাবে এবং সর্বাবস্থায় ঔক্যবদ্ধ থেকে নিজেদের ক্যরিয়ার গঠন, নৈতিক ও চারিত্রিক সমৃদ্ধি, আত্মগঠন এবং কানাইঘাট তথা সমাজের কল্যানে নিজেদের বিলিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন এবং নতুন আসা ছাত্রদের যেকোন প্রয়োজনে পাশে দাড়াবার আগ্রহ ব্যক্ত করেন।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code