প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “প্রবাসী”

  |  ১০:৪৫, ডিসেম্বর ০৫, ২০২১
www.adarshabarta.com

Manual5 Ad Code

প্রবাসী
শিহাবুজ্জামান কামাল

আমরা যারা প্রবাসীরা
করছি বিদেশ বাস
আমরা নাকি এই প্রবাসে
করছি টাকার চাষ।

কাড়িকাড়ি টাকা আসে
সপ্তাহ হলে শেষ
তাইতো সবাই পাগলপারা
হায়রে কেমন দেশ।

Manual8 Ad Code

কিন্তু কেউ আর জানেনা যে
তাঁদের কষ্টের কথা
হৃদয় পটে জমা কারো
শত দুঃখ ব‍্যথা।

হাঁড় খাটুনি পরিশ্রমে
অর্থ কামাই করে
ভাবনা সদা মা বাবা ভাই
তাঁদের সুখের তরে।

অনেক কিছু করেও যাঁদের
হয়না মুল‍্যায়ন
স্বার্থ লোভে পর হয়ে যায়
যে ছিল আপন।

বিদেশ থেকে হরহামেশা
আত্মা যাদের কাঁদে
দেশে গিয়ে কিন্তু তারা
পড়ে নানা ফাঁদে।

Manual4 Ad Code

নিজের টাকা খরচ করে
গড়া বেশাত বাড়ি
কোন একদিন সব হারিয়ে
করেন আহাজারি।

Manual1 Ad Code

প্রবাসীদের দুঃখ কষ্ট
শেষ হবেনা আর
তাদের কথা কেউ কখনো
ভাবছে কি একবার!

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code