প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “এবার ঈদ: ঈদের দিন”

  |  ১৩:২৯, মে ০৯, ২০২১
www.adarshabarta.com

Manual2 Ad Code

এবার ঈদ: ঈদের দিন

Manual1 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

ওঠবে চাঁদ, আসবে ঈদ
ভাঙবে ঘুম, টুটবে নিদ,
নতুন জামা, নেই তো গায়
খুশির ঈদ, আয় তো আয়।

বুকেতে বুক করতে মানা
এবার দেশে করোনা জানা
হাতেতে হাত যাবে না রাখা
দূরেতে দূর, ওই দূরত্ব থাকা।

Manual1 Ad Code

বাড়িতে ঘোরা ঈদের দিন
হবে না ঈদে, হাসিটা লীন,
ফিরণি আর পায়েস স্বাদ
নেইতো ঈদে, মোটেই সাধ।

Manual5 Ad Code

কপাল বড়ো খারাপ বুঝি
জামাত পড়া সীমিত কী যে
এবার ঈদে করোনা দেশে
কাড়লো সুখ, চোখটা ভিজে।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code