প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “ছবি”

  |  ১৪:২৫, মে ০১, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

ছবি

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual6 Ad Code

এমন ছবি দেখলে মনে
দুঃখ খুব লাগে
জীবনে কী আসবে না সুখ?
জানো কেউ ভাগে।

Manual5 Ad Code

দুঃখ ভুলে হাসুক ওরা
আলো চাই আলো
আঁধার হোক দূর আর
দূর হোক কালো।

Manual5 Ad Code

জীবনে বাঁচার তাগিদে ওরা
এমনি সুখ চায়
সহজ সরল লোকগুলো যে
আরাম খোঁজে পায়।

মেহনত করে বছর যায়
কাজের মাঝে থাকে
ছেলে মেয়ে বউকে নিয়ে
আগলে ঘর রাখে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code